জীবনের কঠিন দুঃসময়ে আপন পর চেনা হয়ে যায়। দুঃখের দিনের অপমান আর কষ্ট গায়ে মাখতে নেই কিন্তু মনে রাখা উচিত। সময় বদলে যায়,থেমে থাকে না কোন কিছুই। বিপদের দিনে খোলস পাল্টানো যে মানুষগুলো আমাদের দুর্বলতার সুযোগ নেয়, তাদের সাথেও একটা সময় আমরা স্বাভাবিক হয়ে যাই,কিংবা বলা চলে হাসিমুখ করে স্বাভাবিক হওয়ার ভাব করি।
আচ্ছা সময় নাকি সব কিছু ভুলিয়ে দেয়।কিন্তু আসলেই কি তাই?
ব্যস্ত দিনের শেষে একমগ কফি হাতে যখন নিজের মনের সাথে একান্ত কথোপকথনে মেতে উঠি, স্মৃতির পাতায় পুরনো সব অপমান, দুঃখবোধ আর সুযোগ সন্ধানীদের মুখায়ব তবে কেন ভেসে উঠে??
আপনের বেশে দুঃসময়ের সুযোগ নেয়া মানুষগুলোর দেয়া ক্ষত আদৌ কি কখনো শুকায়????
মাঝে মাঝে মনে হয় এ ক্ষত না শুকালেই বোধকরি ভালো। নতুবা পুরনো আঘাতের পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা প্রবল!!
Nice blog! Looking for a waterproofing solution in Mohali? Get waterproofing service with a 100% warranty. Dedicated to our waterproofing work. Reliable world-class waterproofing solution with 10 years warranty.
ReplyDeleteThank you Mr. Vijay Mehra
ReplyDelete